রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মার্কিন উৎসবে ইরানি ছবির পুরস্কার লাভ

পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২০ 

news-image

আমেরিকার বিগ স্কাই ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভালে অনারেবল মেনশন লাভ করেছে ইরানি কাহিনিচিত্র ‘‘সানলেস শ্যাডোজ’’। ছবিটি পরিচালনা করেছেন মেহরদাদ ওসকুয়েই। মার্কিন উৎসবের এবারের ১৭তম আসরে এই পুরস্কার লাভ করে ছবিটি।

একটি কিশোর বন্দিশালায় আটককৃতদের জীবন নিয়ে কাহিনিচিত্রটি তৈরি করা হয়েছে। এই বন্দিশালায় থাকা কিশোরীরা কেউ বাবাকে হত্যার অপরাধে, কেউ স্বামী বা পরিবারের পুরুষ সদস্যকে হত্যার অপরাধে সাজাভোগ করে। বন্দিশিবিরে খোলামেলা কথোপকথন ও কৌতুকপূর্ণ মিথস্ক্রিয়ার মাধমে তারা তাদের পরিণতি নিয়ে কথাবার্তা বলে।

মার্কিন চলচ্চিত্র উৎসবে ২০ হাজার দর্শক যোগ দেয়। এতে বিশ্বের সব প্রান্তর থেকে বিভিন্ন চলচ্চিত্র অংশ নেয়।
কাহিনিচিত্র চলচ্চিত্রের জন্য উৎসর্গকৃত ১৭তম বিগ স্কাই ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল আমেরিকার মন্টানার মিসুলায় ১৪ থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।