মার্কিন উৎসবে ইরানি ছবির শীর্ষ পুরস্কার জয়
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২০

আমেরিকার সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে অন্যতম শীর্ষ পুরস্কার জিতলো ইরানি ছবি ‘ইয়াল্দা, এ নাইট ফর ফরগিভনেস’। চলচ্চিত্রকার মাসুদ বখশির ফিচার চলচ্চিত্রটি উৎসবের এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করে গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড ঘরে তুলেছে।
উৎসবের নাটকীয় বিভাগ ওয়ার্ল্ড সিনেমা থেকে ‘ইয়াল্দা, এ নাইট ফর ফরগিভনেস’ অন্যতম এই শীর্ষ অ্যাওয়ার্ড লাভ করে। ফিচারটি এক তরুণীর গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে ইরান, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ ও লেবানন।
এবছর জার্মানির বার্লিন চলচ্চিত্র উৎসবের বার্লিনেল জেনারেশন সেকশনে (১৪প্লাস) ছবিটির ইউরোপীয় প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ৭০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১ মার্চ পর্যন্ত।
এছাড়া সানড্যান্স চলচ্চিত্র উৎসবে আরেকটি পুরস্কার জিতেছেন ইরানি অভিনেত্রী সাদাফ আসগারি। চলচ্চিত্রকার সোনিয়া হাদ্দাদ পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘এক্সাম’ এ অভিনয়ের জন্য তিনি শর্টফিল্ম জুরি অ্যাওয়ার্ড লাভ করেন।
সানড্যান্স চলচ্চিত্র উৎসবের এবারের আসর ২৩ জানুয়ারি শুরু হয়ে চলে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি আমেরিকার সবচেয়ে বড় স্বতন্ত্র চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।