মার্কিন উৎসবে ইরানি ছবি ‘ফানফেয়ার’র বিশেষ জুরি অ্যাওয়ার্ড লাভ
পোস্ট হয়েছে: জুন ২৫, ২০২০

ইউরোপের দুই চলচ্চিত্র উৎসবে অ্যাওয়ার্ড জয়ের পর এবার আমেরিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো ইরান ও কানাডার যৌথ প্রযোজনার ছবি ‘ফানফেয়ার’। ইরানি নির্মাতা কাভেহ মাজাহেরির স্বল্পদৈর্ঘ্যটি পাল্ম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিদ্বন্দ্বিতা করে বিশেষ জুরি অ্যাওয়ার্ড ঘরে তুলেছে।
চলচ্চিত্র উৎসবের এবারের আসরটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার পাল্ম স্প্রিংয়ে ১৬ থেকে ২২ জুন অনুষ্ঠিত হয়।
‘ফানফেয়ার’র গল্প এগিয়ে গেছে একটি পরিবারকে নিয়ে। যে পরিবারের সদস্যরা চরম দৈন্যদশার জীবন থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে অধিক অর্থ উপার্জন করতে গিয়ে নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেয়।
ইরানি স্বল্পদৈর্ঘ্যটি তাবোর চলচ্চিত্র উৎসব (ক্রোয়েশিয়া), হেরাত আন্তর্জাতিক মহিলা চলচ্চিত্র উৎসব (আফগানিস্তান), বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইন্দোনেশিয়া), ফিগারি ফিল্ম ফেস্টিভাল (ইতালি), কোরটি দা সোগনি (ইতালি), সোরসি কোর্টি (ইতালি), ফাস্টনেট ফিল্ম ফেস্টিভাল (আয়ারল্যান্ড) এবং ক্রাকো ফিল্ম ফেস্টিভাল মার্কেট (পোল্যান্ড) এ প্রতিযোগিতার জন্যও মনোনয়ন পেয়েছে। এসব চলচ্চিত্র উৎসবের অধিকাংশই অনলাইনে অনুষ্ঠিত হবে।
মাজাহেরির সফল এই চলচ্চিত্রটি সম্প্রতি নর্দার্ন আয়ারল্যান্ডের ডেরিতে অনুষ্ঠিত অস্কার-কোয়ালিফায়িং চলচ্চিত্র উৎসব ৩২তম ফয়লে ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করে। এই উৎসবে পুরস্কার জয়ের মধ্য দিয়ে ছবিটি আসন্ন ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।