মার্কিন অবরোধ সত্ত্বেও ইরানের বাণিজ্য বৃদ্ধি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০১৮
একতরফা মার্কিন অবরোধ সত্ত্বেও ইরানে তেল বহির্ভূত বিদেশি বাণিজ্যের পরিমাণ ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ইরান রফতানি করেছে ৪৬.২৯ মিলিয়ন টন পণ্য যার মূল্য হচ্ছে ১৯.৩১ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ের তুলনায় এ রফতানি বৃদ্ধি পেয়েছে ২.৯৪ শতাংশ। একই সময়ে ইরান আমদানি করেছে ১৩.৯৬ মিলিয়ন টন যার মূল্য ১৭.৮৯ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানি হ্রাস পেয়েছে ওজনে ৫.৮২ ও মূল্যে ৯.৬৬ শতাংশ। ফিনান্সিয়াল ট্রিবিউন
গত ২১ মার্চ অর্থাৎ চলতি ফারসি বছরের শুরু থেকে প্রথম ৫ মাসে তেল বহির্ভূত ৩৮.২ বিলিয়ন ডলারের বিদেশি বাণিজ্য হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। এছাড়া অপরিশোধিত তেল, মাজুট, কেরোসিন, ‘স্যুটকেস ব্যবসা’ একই সময়ে পরিমানে দাঁড়িয়েছে ৪৬.২৯ মিলিয়ন টনে এবং আয় হয়েছে ১৯.৩১ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় পরিমানে তা ২.৯৪ ও আর্থিক মূল্যে ১৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইরানের কাস্টমস এসব তথ্য জানিয়েছে।