শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মানুষের ওপর পরীক্ষার জন্য প্রস্তুত ইরানের ভ্যাকসিন

পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২০ 

news-image

করোনা ভাইরাস প্রতিরোধে দেশীয় তৈরি ভ্যাকসিনের শিগগিরই মানুষের ওপর পরীক্ষা চালাবে ইরান। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ইরান কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির জন্য খবুই কার্যকর পদক্ষেপ নিয়েছে। নিকট ভবিষ্যতেই মানুষের ওপর এই ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। খবর আইআরএনএ এর।

নামাকি বলেন, আমি বিগত চার মাস ধরে ইরানি বিজ্ঞানীদের তৈরি করা ভ্যাকসিনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। প্রাণীর ওপর টিকাগুলির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল পর্ব শিগগিরই শুরু হবে।

এরআগে এপ্রিলে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি জানিয়েছিলেন, তার দেশে বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো বর্তমানে দুই ধরনের করোনা শনাক্তকরণ কিটের গণউৎপাদন করছে। এর মধ্যে একটি হচ্ছে আরটি-পিসিআর পরীক্ষা। দেশটিতে প্রতিমাসে এটি ৮০ লাখ উৎপাদন হচ্ছে। অপরটি হচ্ছে সেরোলজি-ভিত্তিক কিট। এটি মাসে ৪ লাখ উৎপাদিত হচ্ছে। শিগগিরই এটি মাসে ২০ লাখ উৎপাদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সূত্র: তেহরান টাইমস।