শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মানব উন্নয়ন সূচকে ১১৫টি দেশের উপরে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২২ 

news-image
মানব উন্নয়নের দিক দিয়ে ইরান এখন বিশ্বের ১১৫টি দেশের চেয়ে বেশি উন্নত। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে এই চিত্র উঠে এসেছে।ইউএনডিপির মানব উন্নয়ন সূচকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইরান অন্য ১১৫টি রাষ্ট্রের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।১৯১টি দেশের এইচডিআই সম্পর্কিত তথ্য ধারণ করা এই প্রতিবেদনে সুইজারল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ড তালিকার শীর্ষে রয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, ইরান বিশ্বের ১১৫টি দেশের তুলনায় এগিয়ে ৭৬তম স্থানে রয়েছে।ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান ২০২০ সালের ৭৭ থেকে ২০২১ সালে ৭৬-এ উন্নীত হয়েছে।ইরানের মানব উন্নয়ন সূচক চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ইউক্রেন, জর্ডান, লেবানন, আলজেরিয়া, মিশর, কিউবা এবং ইরাকের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। সূত্র: মেহর নিউজ।