মাদ্রিদে ইরানি চলচ্চিত্রকারদের বিশের অধিক পুরস্কার জয়
পোস্ট হয়েছে: মার্চ ১৯, ২০২৪
স্পেনের বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা এফআইসিআইএমএডি (ফেস্টিভাল ইন্টারন্যাশনাল ডি সিনে ইন্ডিপেনডিয়েন্ট ডি মাদ্রিদ) এর ৪র্থ আসরে ইরানি পরিচালকদের বিশের অধিক চলচ্চিত্র পুরস্কার জিতেছে।
আন্তর্জাতিক এই উৎসবটি ১৫ মার্চ মাদ্রিদে অনুষ্ঠিত হয়।
ইরানি চলচ্চিত্রগুলি স্টুডেন্ট ম্যুভি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ফিচারেট মুভি এবং ফিচার চলচ্চিত্র সহ উৎসবের বিভিন্ন বিভাগ থেকে পুরস্কার জিতেছে। হোনারঅনলাইন রবিবার এই খবর জানিয়েছে।
স্টুডেন্ট মুভি বিভাগে হোসেইন সামারি ‘দ্য প্রিমিটিভ’ এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন এবং মরিয়ম রহমানিয়ান ‘দোয়ালিটি’র জন্য সেরা চিত্রনাট্য পুরস্কার পেয়েছেন।
শর্ট ন্যারেটিভ মুভি বিভাগে, মোহাম্মদ সোরায়া ‘ব্রনো’ এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন, পারিসা হাবিবি ‘কারেকশন ফ্লুইড’ এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ‘ইন্টারভাল’ এর জন্য সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার পেয়েছেন আরমিন ইউসেফজাদে, আমির হোসেন মুসাভি ‘দ্য ইয়াং মোজার্ট’-এর জন্য বেস্ট অরিজিনাল স্কোরের পুরস্কার জিতেছেন। হ্যালেহ আলিজাদে ‘দ্য লাস্ট ভার্সন অফ লাভ’-এর জন্য সেরা মেকআপের পুরস্কার পেয়েছেন, সেরা থ্রিলার পুরস্কার পেয়েছেন অ্যালবোর্জ পুরসায়াদ। সূত্র: তেহরান টাইমস