শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মাথায় কাপড় না দিলে ১ হাজার রিয়েল জরিমানা

পোস্ট হয়েছে: অক্টোবর ২০, ২০১৫ 

news-image

সৌদি আরবে নারীরা অফিসে মাথায় কাপড় না দিলে ১ হাজার রিয়েল জরিমানা করা হবে এবং কোন কোম্পানি এ নির্দেশনা অমান্য করলে তাকে জরিমানা করা হবে ৫ হাজার রিয়েল। সদ্য চালু হওয়া নতুন শ্রম আইনে এ জরিমানার বিধান রাখা হয়েছে।

সোমবার সৌদি আরবের আল হায়াত নামে একটি স্থানীয় পত্রিকা শ্রম মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

কোন কোম্পানি যদি মহিলা শ্রমিকদের মাঝে এ আইন কার্যকর না করে এবং এ সংক্রান্ত কোন লিখিত নির্দেশনা না দেয় তাহলে ওই কোম্পানিকে ৫ হাজার রিয়েল জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয় আরও জানায়, প্রত্যেক কোম্পানিকে অবশ্যই তার নারী শ্রমিকদের অফিসে মাথা ঢেকে কাজ করার লিখিত নির্দেশ দিতে হবে। এ নির্দেশ অমান্য করলে কোম্পানিকে ৫ হাজার রিয়েল জরিমানা করা হবে।

এছাড়া কোন কোম্পানি যদি তার নারী শ্রমিকদের রাতের বেলায় কাজ করতে বাধ্য করে তাহলে ৫ হাজার রিয়েল এবং নারী শ্রমিকদের পৃথক কর্মক্ষেত্র না থাকলে ১০হাজার রিয়েল জরিমানা করা হবে।

সূত্র: আরব নিউজ।