শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মাজান্দারানে পর্যটন খাতে তৈরি হবে ১৪ হাজার মানুষের কর্মসংস্থান

পোস্ট হয়েছে: অক্টোবর ৩, ২০২১ 

news-image

ইরানের মাজান্দারান প্রদেশে চলমান পর্যটন সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজ শেষ হলে ১৪ হাজারের অধিক মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সিএইচটিএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলীয় এই প্রদেশজুড়ে ২১৪টি পর্যটন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প উদ্বোধন হলে ১৪ হাজার ৯২৯ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

চলমান প্রকল্পগুলোতে এপর্যন্ত ১৮৬ ট্রিলিয়ন রিয়াল ( ৪ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হয়েছে। এছাড়া এসব প্রকল্পের কাজ শেষ হলে প্রদেশের হাসপাতালগুলোতে ১৫ হাজরের অধিক বেড যুক্ত হবে। সূত্র: তেহরান টাইমস।