মাজান্দারানের জলাভূমিতে আসলো পরিযায়ী পাখিদের প্রথম ঝাঁক
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/09/3906345.jpg)
সায়বেরিয়া থেকে পরিযায়ী পাখিদের প্রথম দল অবতরণ করেছে ইরানের উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশের জলাভূমিতে। সুদূর পথ পাড়ি দিয়ে আসা অভিবাসী এসব পাখি শীতকালটি প্রদেশের জলাভূমিগুলোতেই কাটাবে। শীত কমার সাথে সাথে আবারও ফিরে যাবে নিজ নিজ আবাসস্থলে।
মঙ্গলবার প্রাদেশিক পরিবেশ দপ্তরের প্রধান কৌরস রাবিয়েই জানান, গত কয়েক দিনে সোর্খরুদ ও আজবারান দীঘিতে ইউরেশিয়ান বালিহাঁস ও ফ্লেমিঙ্গো নামে পরিযায়ী পাখিদের দুটি প্রজাতি প্রবেশ করেছে।
আগের বছরের রুটিন অনুযায়ী, প্রদেশের ৬ লাখ হেক্টরের জলাভূমি এবং সেই সাথে মিয়ানকালেহ জলাভূমিতে হাঁস (বুনোহাঁস, কমন পোচার্ড, গ্যাডওয়াল, ঝুঁটিওয়ালা হাঁস এবং পিন্টেল), পেলিকান, রাজহাঁস, ধূসর হাঁস, পেঁচা, ফ্লেমিঙ্গো, কুটস এবং করমোরান্ট সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে। শরৎ এবং শীতকালে ১২০ প্রজাতির অভিবাসী পাখির কলরবে মুখরিত থাকে গোটা প্রদেশ। সূত্র: তেহরান টাইমস।