বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মাইকেল মুরের চলচ্চিত্র উৎসবে সেরা ছবি ‘রিটাচ’

পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০১৭ 

news-image

হলিউডের বিখ্যাত তথ্যচিত্র পরিচালক ও অ্যাক্টিভিস্ট মাইকেল মুরের চলচ্চিত্র উৎসবে সেরা ছবির খেতাব কুড়িয়েছে ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিটাচ’। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ‘ট্রাভার্স সিটি ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির অ্যাওয়ার্ড জিতেছে ছবিটি।

ছবিটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা কাভেহ মাজাহেরি এবং এটি প্রযোজনা করেছেন ইরানিয়ান ইয়ং সিনেমা সোসাইটি। মিশিগানে অডিয়েন্স ও সেরা ফিকশন শর্ট ফিল্মে অ্যাওয়ার্ডের জন্য ছবিটি দাখিল করা হয়। এই উৎসবের প্রতিষ্ঠাতা অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর।

ছবিটিতে এক তরুণীর মর্মান্তিক অবস্থা তুলে ধরা হয়েছে। যেখানে চোখের সামনে তার স্বামীর করুণ মৃত্যু হয়। মর্মান্তিক এই মুহূর্ত কষ্টের সঙ্গে পার করতে হয় তাকে।

এর আগে ‘রিটাচ’ ১৮তম ইরান সিনেমা সেলিব্রেশনে সেরা স্বল্পদৈর্ঘ্য ও ৩৪ তম ফজর চলচ্চিত্র উৎসবে সেরা ছবির অ্যাওয়ার্ড পেয়েছে।

বাৎসরিক চলচ্চিত্র উৎসব ‘ট্রাভার্স সিটি ফিল্ম ফেস্টিভ্যাল’ মিশিগানের ট্রাভার্স সিটিতে জুলাইয়ের শেষ নাগাদ অনুষ্ঠিত হয়। সূত্র: মেহের নিউজ।