বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মহাকাশ বিজ্ঞানে মুসলিম বিশ্বে প্রথম ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০২০ 

news-image

ইরান মহাকাশ বিজ্ঞানে মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম ও আন্তর্জাতিক পর্যায়ে ১৩তম স্থানে রয়েছে। ইরানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফেথুল্লাহ ওম্মি এই তথ্য জানান।

প্রতি বছর ৪ থেকে ১০ অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, মহাকাশ দিবসের জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরান জাতিসংঘের কাছে কিছু আলাদা আলাদা নামের প্রস্তাব করে। এক্ষেত্রে ইরানের দেয়া প্রস্তাব অনুয়ায়ী এর নামকরণ করা হয়েছে ‘ওয়ার্ল্ড স্পেস উইক’।

ওম্মি বলেন, ইরানের অ্যারোস্পেস রিসার্চ ইন্সটিটিউট শীর্ষ পাঁচটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে এবং বিশ্বের সেরা ২০টি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। তিনি জানান, মহাকাশে মুসলিম বিশ্বে প্রথম ও আন্তর্জাতিক পর্যায়ে ১৩তম স্থানে রয়েছে তার দেশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।