মহাকাশ প্রযুক্তি চালুতে অঞ্চলে দ্বিতীয় ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০১৭

আঞ্চলিক পর্যায়ে প্রযুক্তি ও মহাকাশ অবকাঠামো চালুর ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মঙ্গলবার ইরানের জাতীয় মহাকাশ কেন্দ্রের প্রধান মনুচেহের মান্তেগি এই ঘোষণা দিয়েছেন।
মনুচেহের মান্তেগির তথ্য মতে, ইরানের ন্যাশনাল স্পেস এজেন্সির গবেষকরা দেশটির প্রযুক্তি শিল্পের বিভিন্ন বিভাগ নিয়ে গবেষণা ও পর্যালোচনা করেন। পরিসংখ্যান শেষে তারা এই র্যাঙ্কিং চূড়ান্ত করতে সক্ষম হয়েছেন।
মহাকাশ কেন্দ্রের প্রধান মান্তেগি বলেন, গবেষকরা বিভিন্ন মানদণ্ড পর্যালোচনা শেষে বলেছেন, ইরান বর্তমানে প্রযুক্তি ও মহাকাশ অবকাঠামো চালুতে আঞ্চলিক পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া দেশটি মহাকাশ আবিষ্কার বিজ্ঞানে দ্বিতীয়, রিমোট সেনসিংয়ে ৫ম, টেলিযোগাযোগে ৭ম, স্যাটেলাইট প্রযুক্তিতে ৫ম, নৌচলাচল পদ্ধতিতে চূড়ান্ত ভাবে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে।
ইরানি এই কর্মকর্তা বলেন, ন্যাশনাল স্পেস এজেন্সির লক্ষ্য অন্যান্য দেশের মহাকাশ সংগঠন ও কেন্দ্রগুলোকে সহায়তার মাধ্যমে মহাকাশ ও মহাকাশ সংক্রান্ত আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।