মহাকাশ প্রযুক্তিতে ইরানের দেশীয়ভাবে তিন অর্জন
পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০১৯

একটি ইলেকট্রোম্যাগনেটিক কম্প্যাটিবিলিটি (ইএমসি) টেস্টিং ল্যাবসহ মহাকাশ প্রযুক্তিতে দেশীয়ভাবে তিন অর্জন উম্মোচন করেছে ইরান। ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এগুলো উম্মোচন করা হয়।
অনুষ্ঠানে ইরান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান হোসেইন সামিমি বলেন, মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান মিশন হচ্ছে গবেষণা করা। এজন্য সবার আগে একটি বিশেষায়িত ল্যাব প্রয়োজন। দেশের প্রয়োজন মেটাতে এই ইএমসি ল্যাবটি বড় ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ইএমসি ল্যাব ছাড়াও একটি রেডিও টেলিস্কোপ সিস্টেম ও একটি স্যাটেলাইট সিমুল্যাশন সফটওয়্যার (এসআরআই) উম্মোচন করা হয়েছে।
সামিমি ব্যাখ্যা করে বলেন, স্যাটেলাইট ডিজাইনের ক্ষেত্রে এসআরআই একটি কার্যকর হাতিয়ার। ইরানের মহাকাশ সেক্টরের সকল বিশেষজ্ঞ এটি ব্যবহার করবে।
উল্লেখ্য, বিশ্বে স্যাটেলাইট নির্মাণে আমেরিকা রাশিয়া, ইউরোপ ও কানাডার পাশাপাশি শীর্ষ নয় দেশের তালিকায় রয়েছে ইরান। সূত্র: ফার্স নিউজ।