শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মহাকাশে সফলভাবে ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ ইরানের

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৪ 

news-image
সিমোর্গ স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে তিনটি ইরানি উপগ্রহ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।
প্রথমবারের মতো তিনটি ইরানি উপগ্রহ ‘মাহদা’, ‘কেহান ২’ এবং ‘হাতেফ’ সফলভাবে সিমোর্গ স্যাটেলাইট বাহকের মাধ্যমে ১১শ ১০ কিলোমিটার কক্ষপথে একযোগে উৎক্ষেপণ করা হয়।
ইসলামি বিপ্লবের বিজয়ের ৪২তম বার্ষিকীকে সামনে রেখে রোববার সকালে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। ‘মাহদা’ স্যাটেলাইট একটি হালকা ওজনের উপগ্রহ। এটি উন্নত স্যাটেলাইট সাবসিস্টেম পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে।
‘কেহান ২’ ন্যানোস্যাটেলাইট গ্রাউন্ড রিসিভারের জন্য স্থানীয় অবস্থানের সম্ভাবনা প্রদান করে।
‘হাতেফ ১’ ন্যানোস্যাটেলাইটটিও ন্যারোব্যান্ড যোগাযোগের প্রযুক্তি প্রমাণের জন্য নির্মিত হয়েছে। সূত্র: মেহর নিউজ