মহাকাশে বিজ্ঞানী পাঠাবে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০২০

উন্নত একটি দেশের সহায়তায় মহাকাশে বিজ্ঞানী নভোচারী পাঠাতে আলোচনা শুরু করেছে ইরানের মহাকাশ সংস্থা (আইএসএ)। দেশটির নাম না উল্লেখ করে তিনি বলেন, দেশটির সাথে আইএসএ এর এ বিষয়ে সরাসরি কথাবার্তা চলছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন আইএসএ এর প্রধান মোরতেজা বারারি।
বার্তা সংস্থা মেহর নিউজের প্রতিনিধিকে তিনি বলেন, মহাকাশে বৈজ্ঞানিক নভোচারী পাঠাতে সহযোগিতার জন্য ‘একটি উন্নত দেশের’ সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে আইএসএ।
বারারি বলেন, ‘‘আলোচনা চলছে। আমরা আশা করছি প্রকল্পটি শুরু করতে একটি দেশের সাথে চুক্তিতে পৌঁছতে পারব। আইএসএ যে দেশের সাথে সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে চূড়ান্ত সিদ্ধা্ন্তের আগে দেশটির না বলতে অস্বীকৃতি জানান তিনি ।
আইএসএ প্রধান বলেন, ওই দেশটির সহায়তায় আমরা মহাকাশ পর্যটক পাঠানোর পরিবর্তে একজন বিজ্ঞানী নভোচারীকে পাঠানোর পরিকল্পনা করছি। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণ করা। তাই আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে অংশ নিতে পৃথিবীর কক্ষপথে বা মহাকাশ কেন্দ্রে একজন ইরানি বিজ্ঞানীর উপস্থিতি থাকতে হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।