মহাকাশে নভোচারী পাঠানোর প্রথম ধাপে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২০
মহাকাশে নভোচারী পাঠানোর প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে ইরান। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোহাম্মাদ জাভাদ জাহরোমি এই তথ্য জানিয়েছেন।
ইরান মহাকাশে নভোচারী বহনের জন্য পাঁচটি মহাকাশ বায়ো ক্যাপসুল যান উৎপাদনের পরিকল্পনা শুরু করেছে। মঙ্গলবার আইসিটি মিউজিয়ামের ভেন্যুতে ‘স্পেস টেকনোলজিস্ট গ্যাদারিং’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, মহাকাশে মানুষ পরিবহনের জন্য পাঁচটি মহাকাশ ক্যাপসুল যান উৎপাদনের জন্য আইসিটি মন্ত্রণালয় বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মহাকাশ গবেষণা কেন্দ্রকে অর্ডার করেছে।
জাহরোমি বলেন, মহাকাশে নভোচারী পাঠানোর জন্য এটা হবে প্রথম ধাপ। আগামী তিন বছরের মধ্যে ক্যাপসুলগুলি উৎপাদন করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
আইসিটি মন্ত্রী জাহরোমি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। ইরানের মহাকাশ জ্ঞানের অগ্রসরতার ক্ষেত্রে এটা বড় ধরনের প্রভাব ফেলবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজন্সি।