মহাকাশে তিন স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা ইরানের
পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২১

ইরান কক্ষপথে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গত দশ বছরে মহাকাশ শিল্প বিকাশের জাতীয় পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে এই পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি।
শুক্রবার মহাকাশের সুপ্রিম কাউন্সিলের প্রথম বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জাতীয় মহাকাশ শিল্পের বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে হাত মেলাতে আহ্বান জানিয়েছেন। এসময় রাইসি মহাকাশ শিল্পের স্বল্প খরচে স্বদেশীকরণের উপর জোর দেন এবং বলেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর আদেশ উপলব্ধি করে ৩৬,০০০ কিলোমিটার কক্ষপথে উপগ্রহ পাঠাতে এই শিল্পে তৎপর সমস্ত খাতকে একসাথে কাজ করা , একে অপরের অভিজ্ঞতা ব্যবহার করা উচিত এবং সমান্তরাল কাজ এড়ানো উচিত। সূত্র: তেহরান টাইমনস।