মহাকাশে ‘আয়াত’ স্যাটেলাইট পাঠাবে ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/09/3354750.jpg)
অদূর ভবিষ্যতে ইরানের ‘আয়াত’ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের ঘোষণা দিয়েছেন
ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ হাসান নামি। দেশটির প্রেসিডেন্টের উপস্থিতিতে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন। নামি বলেন, অদূর ভবিষ্যতে ‘আয়াত’ কক্ষপথে স্থাপন করার কথা রয়েছে। স্যাটেলাইটটি বন্যা, ভূমিকম্প এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত তথ্য সরবরাহ করবে।’ সূত্র: মেহর নিউজ।