মহররমের শোক শোভাযাত্রা: ইয়াজিদি শক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০১৮

ইরানে মহররমের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত প্রতিদিনই দোয়ার আসর বসে এবং অনুষ্ঠিত হয় শোকসভা। বের হয় শোক শোভাযাত্রা। সাধারণত এ সবই সন্ধ্যার পর হয়। তবে তাসুয়া(৯ মহররম) এবং আশুরার (১০ মহররম) সকাল থেকেই শোক শোভাযাত্রা বের হতে থাকে। দোয়া, শোকসভা এবং শোক শোভাযাত্রার মধ্য দিয়ে বর্তমান দুনিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ ইয়াজিদি শক্তির বিরুদ্ধে উচ্চারিত হয় কঠোর হুঁশিয়ারি।
দোয়ার আসর, শোকসভা এবং শোক শোভাযাত্রায় আগতদেরকে হযরত ইমাম হোসেইন (আ)-এর মেহমান হিসেবে গণ্য করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ঐতিহ্যগতভাবে ‘নাজরি’ বা তোবারক বিতরণের মধ্য দিয়ে শেষ করা হয় অনুষ্ঠান ।
বিপুল আগ্রহ নিয়ে ইরানের সর্বস্তরের মানুষ বরকতময় এ তোবারক সংগ্রহ করেন। তোবারক সংগ্রহের লাইনে বিত্তশালী মানুষরাও বিনীত চিত্তে এসে দাঁড়ান।- পার্সটুডে।