মস্কো ফ্লাওয়ার শোতে ইরানি শিক্ষার্থীদের মেডেল জয়
পোস্ট হয়েছে: জুলাই ২৯, ২০২০
নবম মস্কো আন্তর্জাতিক বাগান ও ফুল উৎসব ‘‘মস্কো ফ্লাওয়ার শো অনলাইন ২০২০’’ এ ইরানের তেহরান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তৃতীয় স্থান অধিকার করেছে। উৎসবে স্মার্ট গার্ডেন প্রতিযোগিতায় এই বিশেষ পুরস্কার লাভ করে ইরানি শিক্ষার্থীরা।
তেহরান ইউনিভার্সিটির গ্রিন স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী দাভুদ ভাফাদারি ও আজিমেহ রামেজানি ‘মস্কো ফ্লাওয়ার শো ২০২০’তে একটি প্রকল্প উপস্থাপন করে। এছাড়াও তারা স্মার্ট গার্ডেন প্রতিযোগিতায় একটি ব্রোঞ্জ মেডেল, টেকসই ধারণা, উদ্ভাবন ও সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে একটি বিশেষ পুরস্কার লাভ করে।
‘‘মস্কো ফ্লাওয়ার শো অনলাইন ২০২০’’ ২৬ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়াল বাগান দেখানো হয়। এছাড়া ল্যান্ডস্কেপ শিল্পের বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিরা ব্যবসায়িক ও শিক্ষাগত কর্মসূচি পরিচালনা করেন এই উৎসবে। সূত্র: তেহরান টাইমস।