মস্কো চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানের ‘দ্যা সান’
পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/04/3741682-1.jpg)
ইরানি চলচ্চিত্র নির্মাতা নুশিস মেরাজির অভিষেক ম্যুভি ‘দ্যা সান’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। চলচ্চিত্রটি উৎসবের এবারের ৪৩তম আসরের মূল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।
চল্লিশ বছর বয়সী ফরিদের গল্প নিয়ে চলচ্চিত্রটি বানানো হয়েছে। সে তার মায়ের সাথে বসবাস করে। সে খুব দুর্বল এবং একাকীত্ব থেকে দূরে থাকার চেষ্টা করে। তবে সে এই সময়ে নিজেকে স্বাধীন ও মায়ের সহায়ক হিসেবেও প্রমাণ করার চেষ্টা করে। এমনই এক প্রেক্ষাপটে হঠাৎ মায়ের মৃত্যু হলে ফরিদ হতাশায় ভেঙে পড়ে।
‘দ্যা সান’ ১৩টি চলচ্চিত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রুশ রাজধানীতে ২২ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: তেহরান টাইমস।