মর্দে মুমিন
পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০১৪
মুহাম্মাদ ঈসা শাহেদী
মর্দে মুমিন জাগিল আজ ইসলামের ঐ ঝাণ্ডা নিয়ে
মরণ আঘাত হানিছে দেখ শয়তানের ঐ বক্ষে গিয়ে।
উদিল আজ ইসলামেরই সূর্য পুনঃ দুনিয়া জুড়ে,
নয়া জাহেলী অন্ধকারের বক্ষ চিরে তারই নূরে।
নমরূদের ঐ তখত ভাঙলো , ভাঙলো আশা ফেরাউনের
ইব্রাহীমের বজ্র নিনাদ হাঁকছে দেখো বীর ইরানের।
ডাকে আজ মুসলিম জাগো ইরান থেকে বীর খোমেনী,
ক্রেমলিনে শ্বেত প্রাসাদে কাঁপন এলো ঐ যে শুনি।
জাগল আজি দেখ ইরানে ইমাম মেহদীর বীর সেনারা,
ঝড়ের বেগে যায় এগিয়ে নিপাত যাবে দাজ্জালেরা।
রুশ-আমেরিকা ধ্বংস হউক নিপাত যাক ইসরাঈল,
মজলুম যারা, হোক মুক্ত, হাঁকে আজাদ সিংহদিল।
মোরা মুসলিম, মসজিদে আকসায় পড়ব নামাজ বিজয় বেশে,
দলিয়া মথিয়া ইসরাঈল নাপাক যেতে হবে সেই তীর্থ দেশে।
হবে আফগান মুক্ত মুসলিম হাঁকিতে আজান কণ্ঠ মেলে,
হবে খান খান রুশ-ক্রেমলিন বুখারার যাবে দুয়ার খুলে।
জাগে লেবানন ত্যাগী মুসলিম হানে আঘাত ইহুদী বক্ষে,
শহীদের লহুতে জাগে লাখ গাজী, আল্লাহ আছেন শহীদ পক্ষে।
ফিলিস্তিন ফের হবে মুক্ত, ইসরাঈল সে যাবে নিপাত,
মার্কিন তিলিষ্মা হবে নিঃশেষ হয়ে বীরের বুলেট পাত।
জাগো মুসলিম, ধরো অস্ত্র, পরো রণসাজ, যাও এগিয়ে,
দেখো দুশমন শংকায় তোর কাঁপে ঘনঘন যায় পালিয়ে।
তুমি বীর উন্নত তব শির, আল্লাহর আশীস তোমার পরে,
দেখো ঊর্ধ্বে ফেরেশতা গগনে সাজে রণসাজ তোমার তরে।
এক আল্লাহর সৈনিক তুমি, তোমার বক্ষে পাক কুরআন,
মুখে কলেমা হাতে অস্ত্র, তোমার রক্তে মিশা ঈমান।
বাতিলের যত ঝড়ের মোচড় আছড়ে পড়বে তোমার পায়ে,
বাজায় ডংকা মুক্তি আজান মজলুমেরা ঐ তোমায় পেয়ে।
ওহে মুসলিম ওহে রণবীর ওহুদ বদর তবুকের বীর,
আজি কারবালা খুঁজিছে তোমায়, ডাকে কলকলে ফোরাতের তীর।
(রচনাকাল : ১৯৮৪, পুনর্মুদ্রিত)
(নিউজলেটার, সেপ্টেম্বর ১৯৯১)