বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মন্ট্রিলের দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে লড়বে ৩ ইরানি শর্ট ফিল্ম

পোস্ট হয়েছে: মে ২৬, ২০২৪ 

news-image

কানাডার মন্ট্রিলে ২৪ মে থেকে ২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ১৩তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মন্ট্রিলে (এসএএফএফএম) তিনটি ইরানি শর্ট ফিল্ম প্রতিদ্বন্দ্বিতা করবে।

মহসেন গেজেল সোফলু পরিচালিত “আমোরঘ”, করিম আজিমির “সারভাইভার” এবং কিয়ারশ দাদগার মহেবির “দ্য স্টেক” উৎসবের অনলাইন শর্টস বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।

“আমোরঘ”-এ “হেন-ফ্যাচুয়েশন” নামে পরিচিত সাদেগ তার স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তিনি বিশ্বাস করেন, কেউ তার কথা বা অনুভূতি বুঝতে পারে না। তিনি একটি মুরগি কিনে বাড়িতে নিয়ে আসেন এবং তার সাথে কথা বলতে শুরু করেন। সাদেগ মনে করেন যেন তিনি এমন কাউকে খুঁজে পেয়েছেন যিনি তাকে বোঝেন। খবর ইনলার

“সারভাইভার” একটি অল্প বয়স্ক দম্পতির গল্প তুলে ধরেছে। অন্য অভিবাসীদের সাথে সমুদ্র পার হওয়ার জন্য তারা অপেক্ষা করছে, কিন্তু তাদের সন্তানের জন্মের সময় তারা সমস্যার সম্মুখীন হয়। সূত্র- তেহরান টাইমস