বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মনস্ট্রা-লিসবন অ্যানিমেশন উৎসবে সেরা ছবি  ‘দ্য ফোর্থ ওয়াল’

পোস্ট হয়েছে: এপ্রিল ৬, ২০২২ 

news-image

পর্তুগালের মনস্ট্রা-লিসবন অ্যানিমেশন উৎসবে সেরা এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্ম পুরস্কার জিতে আরও একটি সম্মান অর্জন করলো  ইরানি চলচ্চিত্র ‘দ্য ফোর্থ ওয়াল’। আয়োজকরা গত সপ্তাহে এই পুরস্কারের ঘোষণা দেন।মাহবুবেহ কালাই পরিচালিত ছবিটি একটি তোতলা ছেলেকে নিয়ে তৈরি করা হয়েছে। সে একটি ইরানি রান্নাঘরকে দুর্দান্ত এক মহাজগতে রূপান্তরিত করে। বাবার শরীর হয়ে যায় রেফ্রিজারেটর, মায়ের পেট হয়ে যায় ওয়াশিং মেশিন, যার ঘূর্ণন চক্র একটি চিৎকার করা শিশুর জন্ম দেয়। ছবিতে দেখানো হয়, টাইলস এবং ডিটারজেন্টের উপর থাকা পাখিদেরও  নিজস্ব একটি আশ্চর্যজনক জীবন রয়েছে।ডকুমেন্টারি, এক্সপেরিমেন্টাল এবং অ্যানিমেশন ফিল্ম সেন্টার নির্মিত চলচ্চিত্রটি এর আগে তথ্যচিত্র ও অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য জার্মানির প্রধান আন্তর্জাতিক উৎসব ডিওকে লাইপজিগে সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। সূত্র: তেহরান টাইমস।