শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মধ্য এশিয়ায় কারাতে চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০১৭ 

news-image

সেন্ট্রাল এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপে অত্যন্ত উৎসাহব্যাঞ্জক পারফরমেন্স করেছে ইরানি কারাতে দল। উজবেকিস্তানে অনুষ্ঠিত মধ্য এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপে সেরা খেলা উপহার দিয়ে শীর্ষ স্থান দখল করেছ দেশটি।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ২৪ থেকে ২৫ ডিসেম্বর আঞ্চলিক এই কারাতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে পুরুষ ও নারীদের সিনিয়র, ক্যাডেট ও জুনিয়র বিভাগের খেলা অনুষ্ঠিত হয়।

রাজধানীর ইউনিভারসাল স্পোর্টস কমপ্লেক্সে সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া দুই দিনের এই কারাতে প্রতিযোগিতায় আফগানিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানের অ্যাথলেটরা অংশ গ্রহণ করে।

ইরানের কাজভিন প্রদেশের শীর্ষ কারাতে খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ফার্সি কারাতে স্কোয়াড চ্যাম্পিয়নশিপ দুটি সোনার, একটি রোপার ও দুটি ব্রোঞ্জ মেডেল সংগ্রহ করে এবং সর্বপরি টুর্নামেন্টের শীর্ষ স্থানে উঠে আসে।

জানা যায়, ৮৪ কেজি ওজন শ্রেণিতে বাহমান আসগারি ও ৮৪ কেজি ওজন শ্রেণিতে সালেহ আবাজারি প্রতিপক্ষকে পরাজিত করে দুটি স্বর্ণ পদক জয় লাভ করেন।

এছাড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ইভেন্টের কুমিতি সেকশনেও প্রথম স্থান দখল করেছে ফার্সি অ্যাথলেটরা।

সূত্র: মেহর নিউজ এজেন্সি।