মধ্য এশিয়ান ফুটবল টুর্নামেন্টে তুর্কমেনিস্তানকে হারাল ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২০, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/07/4215086.jpg)
রোববার ২০২২ সিএএফএ নারী চ্যাম্পিয়নশিপে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে ইরান।ইরানের হয়ে এসব গোল করেন হস্তি ফোরোজন্দেহ, মেলিকা তাভাকোলি, আফসানেহ চাত্রেনুর ও মোহাদেসে জোলফি।
ইরান এর আগে কিরগিজস্তান (১-০) এবং তাজিকিস্তানকে (৫-০) পরাজিত করেছে। বুধবার দলটি উজবেকিস্তানের মুখোমুখি হবে। মধ্য এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএএফএ) আয়োজিত আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টটি তাজিকিস্তানের দুশানবেতে ৮ জুলাই শুরু হয়ে চলবে ২০ জুলাই পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস।