সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মধ্যস্থতাকে স্বাগত জানাই; তবে সৌদির পক্ষ থেকে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই: ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১৭, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তেহরান যে কোনো মধ্যস্থতাকে স্বাগত জানায়। তবে এখন পর্যন্ত তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নি। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তেহরান ও রিয়াদের মধ্যে মধ্যস্থতা করতে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল আরাজি ঘোষণা করার পর তিনি এসব কথা বললেন। পার্সটুডের খবর।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আরও বলেছেন, ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতার প্রস্তাব ইতিবাচক। তবে এ ধরনের মধ্যস্থতার ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। তিনি আরও বলেন, ” আমি আশা করছি সৌদি আরব ইয়েমেনে যুদ্ধ বন্ধ করবে।”

গত রোববার ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল আরাজি তেহরানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলির সঙ্গে বৈঠকের সময় বলেছেন, সৌদি যুবরাজ তাকে তেহরান-রিয়াদের মধ্যে মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন।