রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘মধ্যপ্রাচ্যে ইরানই কেবল স্যাটেলাইট লাঞ্চার তৈরি করছে’

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৫, ২০১৯ 

news-image

মধ্যপ্রাচ্য অঞ্চলে একমাত্র ইসলামি প্রজাতন্ত্র ইরানই সক্রিয়ভাবে স্যাটেলাইট লাঞ্চার তৈরি করছে। যখন ইরান নতুন করে মহাকাশে দুটি স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তখন ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের উপদেষ্টা সাইয়্যেদ হোসেইনি মুসাভি একথা বললেন।

একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো জানান, ইরান শিগগিরি ‘পাইয়াম’ (বার্তা) এবং ‘দোস্তি’ (বন্ধুত্ব) নামে দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। এসব স্যাটেলাইটের মাধ্যমে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের বিশাল উন্নয়নের প্রমাণ মিলবে। তিনি জানান, এ দুটি স্যাটেলাইট সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে ইরানি গবেষকরা তৈরি করেছেন এবং এতে কোনো দেশ কোনো রকমের সাহায্য করে নি।

সাইয়্যেদ মুসাভি বলেন, “আনন্দের সঙ্গে জানাতে হয় যে, স্যাটেলাইট প্রযুক্তির ক্ষেত্রে ইরান খুব ভালো অবস্থানে রয়েছে। আমাদের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে আমাদের লক্ষ্য হচ্ছে এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়া।” তিনি বলেন, ইরান ছাড়া ইহুদিবাদী ইসরাইলও মধ্যপ্রাচ্যে সক্রিয়ভাবে স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করছে। পার্সটুডে।