শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মধ্যএশিয়াকে ঘিরে চীন ও ইরানের নতুন করিডোর

পোস্ট হয়েছে: জুলাই ৩, ২০১৮ 

news-image

চীনের উরুমকি থেকে নতুন যোগাযোগ করিডোর শুরু হবে রেল পথ দিয়ে। এরপর তা কাজাখস্তান হয়ে ইরানের কাস্পিয়ান বন্দরে যুক্ত হবে। ইরানের গিলান প্রদেশে আনজিল ফ্রি ট্রেড জোনের সঙ্গে যুক্ত হবে এ করিডোর। চীন-কাজাখস্তান-ইরান মাল্টিমডেল করিডোরের ঘোষণা দেয়া হয়েছে গত মঙ্গলবার। অনুষ্ঠানে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এস’হাক জাহাঙ্গিরি ও যোগাযোগমন্ত্রী আব্বাস আখোন্দি উপস্থিত ছিলেন। ফিনান্সিয়াল ট্রিবিউন

চীনের উরুমকি হচ্ছে জিনজিয়ান প্রদেশের রাজধানী এবং উইঘুঁ মুসলমানদের আবাস। কাজাখাস্তানের আকতাউ বন্দর স্পর্শ করবে এ করিডোর। নতুন এ ট্রানজিট রুট যোগাযোগ ও পণ্য পরিবহন খরচ দুই বাঁচাবে।

ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট বলছে প্রথম জাহাজটিতে ৪০টি কনটেইনার ভর্তি করা হয়েছে গাড়ির যন্ত্রাংশ দিয়ে যা কাস্পিয়ান বন্দরে এসে পৌঁছেছে এবং রেল ও নৌ পথে এধরনের মাল্টিমডেল করিডার পাড়ি দেবে এসব পণ্য। একই সঙ্গে চীনের সিল্ক রোড ইরানের অর্থনীতির জন্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন জাহাঙ্গিরি। প্রাথমিকভাবে বছরে এ মাল্টিমডেল করিডোরে ৬ মিলিয়ন টন পণ্য পরিবহনের পরিকল্পনা নেওয়া হলেও তা ভবিষ্যতে বেড়ে দাঁড়াবে ২০ মিলিয়ননে। -ফিনান্সিয়াল ট্রিবিউন