ভ্যানকুভার চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৭ ইরানি ছবি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০১৮

কানাডায় ২৭ সেপ্টেম্বর বসছে ভ্যানকুভার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের এবারের ৩৭তম আসর। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে ইরানের ৭টি ছবি।
ভ্যানকুভার চলচ্চিত্র উৎসবে ইরানের যে সাত ছবি দেখানো হবে তা হলো- চলচ্চিত্রকার পুয়া বাদকুভেহ পরিচালিত ‘ড্রেসেজ’, জাফর পানাহির ‘থ্রি ফেসেজ’, মোহাম্মাদ নাজারিয়ান দারিয়ানির ‘এক্সিট টোল’, রামতিন লাভাফির ‘হ্যাট ট্রিক’, আব্বাস আমিনির ‘হেন্ডি অ্যান্ড হরমোজ’, জানিয়ার মুহাম্মাদিনেকোর ‘মাই ক্লেভেই কনসেপশন’ ও সারবিয়া, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইরান, কাতারের যৌথ প্রযোজনার ছবি ‘দ্যা লোড’।
অন্যদিকে, ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগার ফারহাদি পরিচালিত ‘এভরিবডি নোজ’ উৎসবে স্পেনের প্রতিনিধিত্ব করবে।
ভ্যানকুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ৩৭তম আসর ২৭ সেপ্টেম্বর শুরু হবে। উৎসব চলবে ১২ অক্টোবর পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।