ভ্যানকুভারের সিনেমাথেক এ যাচ্ছে ইরানের ‘আনটাইমলি’
পোস্ট হয়েছে: অক্টোবর ৩১, ২০২১

ভ্যানকুভারের সিনেমাথেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি ফিচার ‘আনটাইমলি’। চলচ্চিত্রকার পুয়া ইশতেহারদি পরিচালিত ছবিটি আগামী নভেম্বরে ভ্যানকুভারে অনুষ্ঠিতব্য তিন দিনের উৎসবে দেখানো হবে। ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারে ১৭, ২১ ও ২২ নভেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে।
‘আনটাইমলি’ ফিচারটিতে হামিন নামে ইরানি এক তরুণ সেনা সদস্যের গল্প তুলে ধরা হয়েছে। হামিন ইরান-পাকিস্তান সীমান্তরেখায় একটি ওয়াচটাওয়ারে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। ওয়াচটাওয়ারের ওপর থেকে তিনি বিগত বছরগুলো পর্যালোচনা করে দেখেন। এসময় শৈশবকালে তার ও তার বোনের সাথে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কল্পনার জগতে পাড়ি জমান।
চলচ্চিত্রটিতে অভিনয় শিল্পী হিসেবে কাজ করেছেন ইমান আফশার, শায়ান আফশার, আইয়ুব আফশার, মাহসা নরুয়ি, আভা আজারপিরা ও মোল্লাবাখশ রায়েসি প্রমুখ অভিনেতা।
এর আগে ছবিটি আমেরিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ডালাস ভিয়োফেস্ট অলটারনেটিভ ফিকশনে সেরা ফিচার ছবি ও আমেরিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কানসাস সিটি ফাইল চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ওয়ার্ল্ড সিনেমা ফিচার’ অ্যাওয়ার্ড লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।