ভ্যাঙ্কুভার চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন ইরানি নারী পরিচালক
পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০১৭

ইরানের চলচ্চিত্র নির্মাতা নারগেস আবয়ার কানাডায় ১২ তম ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক হিসেবে এ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি তার নির্মিত ‘ব্রেথ’ চলচ্চিত্রটির জন্যে এ পুরস্কার পান।
ভ্যাঙ্কুভারে ভ্যানসিটি থিয়েটার হলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নারগেসের হাতে এ পুরস্কার তুলে দেওয়া সম্ভব হয়নি কারণ তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে লাইভ কনফারেন্সিংএ অনুষ্ঠানে যোগ দেন নারগেস। একই দিন ভ্যাঙ্কুভার ইন্টারন্যাশনাল ওমেন ফিল্ম ফেস্টিভাল শুরু হয়।
নারগেসের ‘ব্রেথ’ চলচ্চিত্রটি ইয়াযদ শহরে একটি ইরানি পরিবারের কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত। ১৯৭৮ থেকে ১৯৮৩ সালের ঘটনা এটি। চলচ্চিত্রে দেখা যায়, বাহার, নাদের, কামাল ও মারিয়াম তার বাবার সঙ্গে একই পরিবারে বাস করে। ওই পরিবারে তাদের দাদা মেহরান আহমাদি ও দাদি পান্তিয়া পানাহিয়া রয়েছেন। এই পরিবারটি নানা চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে তাদের স্বপ্ন অবশেষে কিভাবে পরিপূর্ণ করে তোলে চলচ্চিত্রে তারই রুপায়ন ঘটেছে।
গত ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত এবারের ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৬ টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
সূত্র: মেহের নিউজ।