শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভ্যাঙ্কুভারে ফার্সি কনসার্ট

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০১৭ 

news-image

কানাডার ভ্যাঙ্কুভারে ফার্সি কনসার্টে অংশ নিচ্ছে ইরানের সঙ্গীত শিল্পীরা। আগামী ৬ জানুয়ারি এ কনসার্টের আয়োজন করেছে ভ্যাঙ্কুভার অপেরা অর্কেষ্ট্রা। ইরানের সঙ্গীত শিল্পী মাহেস্ত্রো শাহদাদ রোহানি ও আলীরেজা কোরবানি কনসার্টে অংশ নেবেন। এছাড়া গীতিনাট্য ‘হামেহ ইরানাম’ পরিবেশন করা হবে। এটি সংকলন করেছেন কামবিজ রোশান-রাভান। একই সঙ্গে এ কনসার্টে হোসাং কামকার, হেশমাত সানজারি ও হোসেন দেলাভি সঙ্গীত পরিবেশন করবেন। কনসার্টে যন্ত্র সঙ্গতি পরিবেশন করবেন আলবোর্জ রাহমানি (তার), আলী সাজ্জাদি (ওউদ), সায়েনা খালেদি (সান্তুর) ও হামিন হনোরি ( দাফ ও তোবাক)। – ফিনান্সিয়াল ট্রিব্রিউন