ভেনিস উৎসবের জুরি সদস্য হলেন ইরানের হাতামি
পোস্ট হয়েছে: জুলাই ১৭, ২০২২

ইরানের বিশিষ্ট অভিনেত্রী লেইলা হাতামি ভেনিস চলচ্চিত্র উৎসবের আসন্ন ৭৯তম আসরের জুরি সদস্য নির্বাচিত হয়েছেন।ভেনিস চলচ্চিত্র উৎসমবের এবারের ৭৯তম পর্বের জুরি বোর্ডের সভাপতিত্ব করবেন
জুলিয়ান মুর। ৩১ আগস্ট উৎসব শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।মুর সাত সদস্যের জুরি প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে তিন জন নারী এবং চারজন পুরুষ সদস্য রয়েছেন। জুরি প্যানেলের সদস্য ফরাসি পরিচালক অড্রে দিওয়ান গর্ভপাত বিষয়ক নাটক “হ্যাপেনিং” এর জন্য গত বছরের ভেনিস গোল্ডেন লায়ন বিজয়ী। আর ইরানি অভিনেত্রী লেইলা হাতামি আসগর ফারহাদির ‘অ্যা সেপারেশন’ এ অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। সূত্র: মেহর নিউজ।