শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভেনিজুয়েলায় ১০ জাহাজ তেল পাঠাচ্ছে ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৭, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ একটি জাহাজ বহর তেল নিয়ে ভেনিজুয়েলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ভেনিজুয়েলা তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন জ্বালানি তেলের সঙ্কটে ভুগছে তখন ইরান এই তেল পাঠানোর দ্বিতীয় দফা উদ্যোগ নিল।

ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, এ বহরে ইরানের ১০টি তেলবাহী জাহাজ রয়েছে। এসব জাহাজ ভেনিজুয়েলায় তেল পৌঁছে দেয়ার পর ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত তেল রপ্তানি কাজে সহযোগিতা করবে।

ইরান এবং ভেনিজুয়েলা দু দেশের ওপরে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করেই ইরান ভেনিজুয়েলায় তেল পাঠাচ্ছে। এর আগে গত মে মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরান পাঁচটি ট্যাংকারে করে ১৫ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পাঠিয়েছিল ভেনিজুয়েলায়।

ইরানের জাহাজগুলো যখন ক্যারিবীয় সাগর পাড়ি দিয়েছিল তখন মার্কিন নৌবাহিনী সেগুলোকে টহল দিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল বিস্মিত হয়েছিল। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানি জাহাজগুলোকে তার বন্দরে স্বাগত জানিয়েছিলেন। পার্সটুডে।