ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা বাড়াবে ইরান
পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২০

আগামী ইরানি বছরে (যা শুরু হবে ২১ মার্চ ২০২০) ইরান ভূ-উপগ্রহ কেন্দ্রের (গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন) সংখ্যা বাড়াবে বলে জানিয়েছেন দেশটির মহাকাশ সংস্থা আইএসএ এর প্রধান মোরতেজা বারারি। শনিবার এই ট্যুইট বার্তায় তিনি এই ঘোষণা দেন। সামনের বছরে নতুন দুটি কেন্দ্র চালু করার মাধ্যমে গ্রাউন্ড স্টেশনের সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি।
বারারির তথ্যমতে, ইরানে বর্তমানে দুটি কৃত্রিম ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে। আগামী বছর এই সংখ্যা বাড়িয়ে চারে উন্নীত করা হবে।
আইএসএ প্রধান বলেন, সামনের বছর ইরান সরকার তিনটি স্যাটেলাইট মনিটারিং সিস্টেমকে বেসরকারিকরণ করার পরিকল্পনা করছে। এছাড়া কৃষি কাজের জন্য থাকা স্যাটেলাইট পর্যবেক্ষণ ব্যবস্থাকেও বেসরকারি খাতের অন্তর্ভূক্ত করা হবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।