শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে ইরানের ‘ডন্ট টাচ অ্যানিথিং’

পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ 

news-image

অস্ট্রিয়ার ভিয়েনা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি শর্ট ফিল্ম ‘ডন্ট টাচ অ্যানিথিং’। চলচ্চিত্রকার আরগাভান হেইদার ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটি উৎসবের এবারের ১৭তম আসরে অংশ নেবে।

‘ডন্ট টাচ অ্যানিথিং’ এ অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) এ ভোগা এক নারীর গল্প তুলে ধরা হয়েছে।

ভিয়েনা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল বড় ধরনের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলোকে মূল্যায়ন করা হয়। পুরো উৎসবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রচার ও উপস্থাপনা করা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এই উৎসবে অস্ট্রিয়া ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক চলচ্চিত্র দেখানো হয়। ‘কারিজ!’ স্লোগানে উৎসবের এবারের আসরে ৫৫টি দেশের ৩০৫টি চলচ্চিত্র দেখানো হবে। ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বিশেষত নারী চলচ্চিত্র পরিচালকদের শক্তিশালী প্রতিনিধিত্ব লক্ষ করা যায়।

১৭তম ভিয়েনা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২৮ মে থেকে ২ জুন অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারির কারণে এবারের ইভেন্ট অনলাইনে আয়োজন করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।