ভিয়েনার আলবার্টিনা জাদুঘরে ইরানের ছবি
পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০১৮

অস্ট্রিয়ার ভিয়েনায় আলবার্টিনা জাদুঘরে ইরানের বেশ কয়েকটি ছবি প্রদর্শনের জন্যে স্থান করে নিয়েছে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। অন্তত ৮০টি ইরানি ছবি নজর কাড়ছে দর্শকদের। ইরানের বর্তমান জীবনযাত্রার ওপর ভিত্তি করে তোলা হয়েছে এসব ছবি। গত বছর ইরানে বেড়াতে এসেছিলেন ৬৬ বছর বয়স্ক প্রখ্যাত ফটোগ্রাফার আলফ্রেড সেইল্যান্ড। তারই হাতে তোলা এসব ছবি। ইরানের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবিও তুলেছেন তিনি।
ইরানের কেরমান প্রদেশের বাম শহরে আরগ-ই বাম ভবনের ছবি তুলেছেন আলফ্রেড সেইল্যান্ড। ২০০৩ সালে ভবনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ভিক্ষে মারা যায় ৩২ হাজার মানুষ। ইউনেস্কো আরগ-এ বামকে আগেই বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে।
প্রখ্যাত আলফ্রেড সেইল্যান্ড এর আগে যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রিয়ার বিভিন্ন শহরের ছবি তুলে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। সেসব ছবিও ভিয়েনার এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। ফিনান্সিয়াল ট্রিবিউন