ভিসুভিয়াস উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতলো ‘মোরাদ’
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০২২

ইরানের তথ্যচিত্র ‘মোরাদ’ ইতালির ভিসুভিয়াস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছে।
রুহুল্লাহ ফাখরো পরিচালিত ও প্রযোজিত ‘মোরাদ’ ভিসুভিয়াস উৎসবের এবারের ৪র্থ সংস্করণের সেরা পরিচালকের পুরস্কার লাভ করে। প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক এই উৎসবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইতালি থেকে অংশ নেওয়া চারটি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করে। ইরানি প্রামাণ্যচিত্রটি “মরিদ এবং মোরাদের” প্রেমের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। একটি জীবনের বাস্তবতা একটি অলৌকিক ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত তা তুলে ধরা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।