রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভিসামুক্ত গ্রুপ ট্যুরে তেহরান-মস্কো চুক্তি সই

পোস্ট হয়েছে: জুন ৯, ২০২১ 

news-image

ভিসামুক্ত গ্রুপ ট্যুরের জন্য চুক্তি সই করেছে তেহরান ও মস্কো। সোমবার এই চুক্তিটি সই হয়। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী আলি আসগার মুনেসান ও রাশিয়ার ফেডারেল ট্যুরিজম এজেন্সির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান জেরিনা দোগুজোভা চুক্তিতে সই করেন।

২০১৯ সালের ২৮ মার্চ প্রাথমিকভাবে সই হওয়া চুক্তিটি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। চুক্তি অনুযায়ী, উভয় দেশের পর্যটকরা ভিসা ছাড়াই অনুমোদিত কোম্পানির মাধ্যমে ইরান ও রাশিয়া ভ্রমণ করতে পারবেন। পুরো পর্যটক গ্রুপকে ইমিগ্রেশনে তৎক্ষণাৎ ভিসা দেয়া হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।