ভায়োলিন শেখাতে জার্মান শিল্পী সুস্যান জাফফ তেহরানে
পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০১৭

জার্মানির ভায়োলিন শিল্পী সুস্যান জাফফ ইরানের রাজধানী তেহরানে এক কর্মশালায় দেশটির ভায়োলিন শিল্পীদের প্রশিক্ষণ দেবেন। ২৯ এপ্রিল থেকে ওই কর্মশালা শুরু হচ্ছে। তেহরানের ডা থিয়েটার হাউসে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মে মাসের প্রথম ভাগে তেহরানে আয়োজিত এক সঙ্গীত কনসার্টেও অংশ নেবেন তিনি। এ কনসার্টে ইরানের সঙ্গীত শিল্পী মেহদি জালালি, শাহরোখ খাজেহ-নুরি ও ফারজিয়া ফাল্লাহ ও জার্মানির সঙ্গীত শিল্পী হেলমুট জাফফ ও স্যাভেন ইনভো কোচ সঙ্গীত পরিবেশন করবেন।
সুস্যান জাফফ ১৯৭৯ সালে জার্মানির থুরিনগিয়ায় জন্মগ্রহণ করেন। প্রখ্যাত এই ভায়োলিন শিল্পী ২০০৬ সালে ‘সোনার কোয়ার্টেট’ নামে একটি ভায়োলিন বাদক গোষ্ঠী গঠন করেন। সূত্র: তেহরান টাইমস।