মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভারোত্তোলনে সোনা জিতলেন ইরানের নেমাতি

পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২২ 

news-image

ইরানের তাহা নেমাতি রোববার ২০২২ এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের ১০২ কেজি ওজন শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে।

নেমাতি ১৫০ কেজি ওজন তুলে স্ন্যাচে প্রথম এবং ১৯০ কেজি নিয়ে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম স্থান অধিকার করেন। তিনি মোট ৩৪০ কেজি নিয়ে স্বর্ণপদক জিতেছেন।

১৪৫-১৭১-৩১৬ কেজি নিয়ে রৌপ্যপদক জিতেছেন উজবেকিস্তানের আবদুরাশিতভ নুরবোল। আর কাজাখস্তানের জোলতায় সানজার জিতেছেন ব্রোঞ্জপদক।

এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ১৫ থেকে ২৫ জুলাই উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।