শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভারত ও রাশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে ইরানি ছবি ‘সিমিন’

পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০১৯ 

news-image

ইরানের চলচ্চিত্র পরিচালক মোরতেজা আতাশ-জামজাম পরিচালিত ‘সিমিন’ ভারত ও রাশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের সুযোগ পেয়েছে। ভারতের দশম জাগরন ফিল্ম ফেস্টিভালে এটি প্রদর্শিত হবে। আগামী ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে। আর রাশিয়ায় এটি প্রদর্শিত হবে ১৮তম বৈকাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ‘পিপল এন্ড এনভায়রনমেন্ট’ বিভাগে। আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর উত্তর সাইবেরিয়ার ইরকুতস্কে অনুষ্ঠিত হবে এ চলচ্চিত্র উৎসব।

সিমিন চলচ্চিত্রটির চিত্রনাট্য গৃহিত হয়েছে মধ্য ইরানের বিখ্যাত নদী জায়ানদেরুদ’কে নিয়ে। এ নদী অববাহিকার মানুষ, কৃষি, সম্ভাবনা ও সংকট উঠে এসেছে সিমিনে। নদীতীরবর্তী ওই এলাকার মানুষের বিশেষ করে কৃষকের সংগ্রামী জীবন কাহিনী ভর করে উঠেছে চলচ্চিত্রটির চিত্রনাট্য। নদী, পানি ও জীবন যাত্রায় এক অসামান্য সংযোগ ভিত্তি করে প্রতীকী রুপ পেয়েছে সিমিন। মেহর