বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভারতে স্কুল ছাত্রদের ফার্সি শিখতে সাদি ফাউন্ডেশনের পাঠ্যবই

পোস্ট হয়েছে: জুন ২, ২০২১ 

news-image

ভারতের স্কুল ছাত্ররা যাতে সহজে ফার্সি ভাষা শিখতে পারে সে জন্যে তাদের জন্যে পাঠ্যবই তৈরি করছে ইরানের সাদি ফাউন্ডেশন। ভারতের স্কুলগুলোর পাঠ্যসূচিতে এ বই অন্তর্ভুক্ত হবে। একই সঙ্গে আরো ১০টি অন্য ভাষার পাঠ্যবই যুক্ত হবে এ কারিকুলামে। ভারতের জন্যে ফার্সি বই যৌথ উদ্যোগে তৈরি করবে ইরানের ইসলামিক কালচার এন্ড রিলেশন্স অর্গানাইজেশন, শিক্ষা মন্ত্রণালয় ও ইউনিভার্সিটি অব তেহরান। এসব দফতরের কর্মকর্তারা বুধবার এক প্রস্তুতি সভায় মিলিত হন। সাদি ফাউন্ডেশনের পরিচালক গোলাম-আলি হাদ্দাদ-আদেল বলেন, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নে এধরনের পাঠ্যসূচি কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, ভারতের বিভিন্ন স্থানে এখনো অনেকে ফার্সি ভাষায় কথা বলেন। ভারতের অন্যতম পর্যটন আকর্ষণ তাজমহলের নির্মাতা সম্রাট শাজাহানের মা ফার্সি ভাষায় কথা বলতেন। তেহরান টাইমস