ভারতে শিশু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ‘লোপেতো’
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০২৩
ইরানি অ্যানিমেশন ‘লোপেতো’ ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিমেশনের পুরস্কার জিতেছে।লোপেতো’ ছবিটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা আব্বাস আসকারি এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ হোসেন সাদেঘি।
ইরানের কেরমানি লোকেরা হস্তনির্মিত খেলনা বোঝাতে যে শব্দটি ব্যবহার করে তা থেকে অনুপ্রাণিত হয়ে অ্যানিমেশনের নাম রাখা হয়েছে ‘লোপেতো’। অতীতে মায়েরা তাদের বাচ্চাদের জন্য এই ধরনের তৈরি করতেন। আলীর বাবা লোপেতোর ওয়ার্কশপে কীভাবে খেলনা তৈরি করতে হয় তা শেখানোর মাধ্যমে তার রোগীদের চিকিৎসা করেন। লোপেতো একটি সৃজনশীল খেলনা ওয়ার্কশপ। ইরানি শিশুদের মধ্যে এই খেলাটা খুব জনপ্রিয়। একটি অজানা ব্যক্তির ভাঙচুরের কারণে ওয়ার্কশপটি বন্ধ হয়ে যায়। এই দুর্দশা থেকে আলী তার হতাশ বাবাকে বাঁচানোর চেষ্টা করে। আহমেদাবাদ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়৷ সূত্র: মেহর নিউজ।