ভারতে ইরানের রফতানি বৃদ্ধি পেল ১৩শ’ কোটি ডলার
পোস্ট হয়েছে: অক্টোবর ৯, ২০১৮

মার্কিন অবরোধ সত্বেও ভারতে ইরানের রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৩শ’ মার্কিন ডলার। ইন্ডিয়া-ইরান চেম্বার অব কমার্স বলছে দুটি দেশের বাণিজ্য বৃদ্ধিতে মার্কিন অবরোধ কোনো প্রভাব ফেলতে পারবে না। ইরান ডেইলিকে ইরান চেম্বারের নেতা পারহাম রেজায়ী বলেন, তেহরানের ৫ শীর্ষ বাণিজ্য অংশীদার দেশের মধ্যে ভারত অন্যতম। মার্কিন অবরোধ সত্বেও ভারত ইরানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে কিছু চুক্তি করেছে। এরফলে ইরান থেকে ভারত অব্যাহতভাবে তেল কিনছে এবং আগামী নভেম্বর তেহরানের ওপর ওয়াশিংটন যে দ্বিতীয় পর্যায়ের অবরোধ আরোপ করতে যাচ্ছে তাতেও ইরান থেকে ভারতের তেল আমদানিতে কোনো প্রভাব পড়বে না।
গত সপ্তাহে রয়টার জানায় আগামী নভেম্বরেও ভারত ইরান থেকে ৯০ লাখ ব্যারেল তেল কিনবে। এবং ভারত ইরান থেকে তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হয়ে দাঁড়াবে। গত বছর ইরান ভারতে তেল ছাড়া অন্যান্য পণ্য রফতানি করেছিল ১.৭৮ বিলিয়ন ডলার এবং ভারত একই সময়ে ইরানে রফতানি করেছিল ১.৫৪ বিলিয়ন ডলারের পণ্য। দুটি দেশের বাণিজ্য প্রতিনিধিদল অব্যাহতভাবে নিজেদের মধ্যে আলোচনা ও দেশ দুটি সফর করছে। ব্যাংকিং খাতেও দুটি দেশ নিজস্ব মুদ্রায় লেনদেনের চুক্তি করেছে। ইরান ভারতে ইস্পাত, অ্যামোনিয়া, গ্যাস কনডেনসেট, পেট্রোকেমিক্যালস, প্যারাফিন রফতানি করছে। ভারত ইরানে চাল, তেল বীজ, তুলা, চা, বস্ত্র, সুতা ও যন্ত্রাংশ রফতানি করছে। একই সঙ্গে ভারত ইরানের চবাহার বন্দর উন্নয়নে বিনিয়োগ করেছে যা পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান ও জ্বালানিসমৃদ্ধ মধ্য এশিয়াকে ভারতের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করবে। ইরনা