রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভারতে ইরানি ব্যাংক

পোস্ট হয়েছে: মার্চ ২৫, ২০১৬ 

news-image

খুব শীঘ্রই ভারতে ইরানি ব্যাংক আর্থিক লেনদেন শুরু করবে। ভারতের ব্যাংক নির্বাহীরা বলছেন, ইরান ও পাকিস্তানের বেশ কয়েকটি ব্যাংক দেশটিতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্যে আবেদন জানিয়েছে। কারণ এসব দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে ব্যাংকিং কার্যক্রমের প্রয়োজন হয়ে পড়েছে। এ খবর দিয়েছে ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড।

ব্যাংকাররা বলছেন, ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়ার পর দেশটির সঙ্গে সরাসরি বাণিজ্যিক লেনদেন জরুরি মনে করছে ভারত। ইরানের তিনটি ব্যাংক যথাক্রমে ব্যাংক পাসারগাদ, সামান ব্যাংক ও পারসিয়ান ব্যাংক ভারতে কার্যক্রম শুরু করতে আবেদন করেছে বলে রাজ্যসভায় জানানো হয়। পাকিস্তানের এমসিবি ও ইউনাইটেড ব্যাংক ভারতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্যে আবেদন করেছে। এছাড়া কানাডার ব্যাংক অব মন্ট্রিল, নেদারল্যান্ডের আইএনজি, দক্ষিণ কোরিয়ার বুসান ব্যাংক ভারতে কার্যক্রম শুরু করতে আবেদন জানিয়েছে। সূত্র: ইরনা