ভারতে ইরানি চলচ্চিত্র উৎসব
পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০১৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব।নয়াদিল্লির শিল্প সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে।ইরান ও ভারতের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্কের ৬০ তম বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিস্থ ইরানের সাংস্কৃতিক কেন্দ্র ও ভারতের চলচ্চিত্র শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে।এতে ১৪টি ইরানি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ইরানি খাবার ও ইরানের ঐতিহ্যবাহী বিভিন্ন পেইন্টিং ও শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।ভারতের তথ্য ও যোগাযোগমন্ত্রী এবং নয়াদিল্লিস্থ ইরানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই উৎসবের উদ্বোধন করা হবে। সূত্র: ইরনা