শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভারতে আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতার শিরোপা জিতেছে ইরানি শিক্ষার্থীরা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০২১ 

news-image

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনোভেশন অ্যান্ড ইনভেনশন এক্সপো ( ইনেক্স ২০২১) এ ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রোগ্রামিংয়ে ৩টি স্বর্ণপদক জিতেছেন ইরানের শিক্ষার্থীরা। বার্তা সংস্থা ইরনা সোমবার এই খবর দিয়েছে।আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ইরানি শিক্ষার্থী মেহরবোদ বানি-আমেরিয়ান ও আরভিন ইয়াঘুবি স্বর্ণপদক ও বিশেষ পুরস্কার জিতেছেন। ইরানের হয়ে আরেকটি স্বর্ণপদক জিতেছেন বেহনাম করিমি ও আলীরেজা জাফারির সমন্বয়ে গঠিত দল।এছাড়া হাসান কাকানেজাদি ও কুশা রোস্তামিও এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছেন।ভারতের হায়দ্রাবাদে আইএফআইএ এর পৃষ্ঠপোষকতায় ১৩ থেকে ১৬ ডিসেম্বর ইনেক্স ২০২১ অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।